কন্ঠশিল্পী: লগ্নজিতা চক্রবর্তী

লগ্নজিতা চক্রবর্তী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় নেপথ্য গায়িকা। তার পিতা শুভঙ্কর চক্রবর্ত্তী ও মাতা সংযুুুক্তা চট্টোপাধ্যায় চক্রবর্ত্তী।স্বামী -সাত্বকি চক্রবর্তী

লগ্নজিতার মামাবাড়ি বাঁকুড়ার সোনামুখী-র মনোহরতলার খ্যাতনামা চট্টোপাধ্যায় পরিবারে। প্রবাদপ্রতিম গায়িকা কণিকা বন্দ্যোপাধ্যায় তার আত্মীয়।