পালবাসা সিদ্দিক বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান গায়িকা। তিনি পরিচিতি লাভ করেন ২০০৮ সালে। ইন্টারনেটে তার গাওয়া রবীন্দ্রসঙ্গীত 'প্রাণ' জনপ্রিয়তা লাভ করে। গীতাঞ্জলি কাব্যের এই গানকে গ্যারি শ্যেয়ম্যান পরিচালিত ম্যাট হার্ডিংয়ের 'ড্যান্সিং ২০০৮' ভিডিওতে আবহ সংগীত হিসেবে ব্যবহৃত হয়।