অন্তরা চৌধুরী একজন ভারতীয় কণ্ঠশিল্পী এবং সুরকার। তিনি বাংলা, হিন্দি, তামিল এবং মালায়ালাম সহ বিভিন্ন ভারতীয় ভাষায় গান গেয়েছেন। তার বেঙ্গলি নার্সারি সঙস্ (১৯৭৬) বাঙালি শিশুদের কাছে অত্যন্ত জনপ্রিয়। পাশাপাশি প্লেব্যাক শিল্পী হিসেবে অন্তহীন (২০০৯), মনের মানুষ (২০১০) ইত্যাদি বাংলা চলচ্চিত্রে কাজ করেছেন।