Muktii Pabey_মুক্তি পাবে

ধরনঃ আধুনিক
গীতিকারঃ
সুরকারঃ
গেয়েছেনঃ
অ্যালবামঃ

এমনি কোন এক ভেজা
রাতের মাঝখানে
এই চূর্ণ দেহখানি মুক্তি পাবে,
তোমার খোঁজে বেরিয়ে পরা
আত্মার কাছ থেকে
এই ঝলসানো মনের কাছ থেকে।

বিভ্রান্তির স্তম্ভে দাড়িয়ে তোমায়
দেখেছি উচ্ছাসিত আসক্তিতে,
বিদ্বেষী কোন এক কন্টক শয্যায়
ডুবেছিলে পরিত্যাক্ত শ্বৈরাতন্ত্রে।

এমনি কোন এক ভেজা
রাতের মাঝখানে
এই চূর্ণ দেহখানি মুক্তি পাবে

মুক্তি পাবে
মুক্তি পাবে
মুক্তি পাবে
মুক্তি পাবে