Megher Niche|| মেঘের নিচে || Lyrics

ধরনঃ আধুনিক
গীতিকারঃ
সুরকারঃ
গেয়েছেনঃ
অ্যালবামঃ

মেঘের নিচে ঢেকে থাকা নীল আলোড়ন ,
অস্থির চিত্তে গেয়ে যাওয়া প্রকৃতির গান,
আঙ্গুল ছুঁয়ে যাওয়া বৃষ্টির জল
অনুভূতির ছোঁয়ায় পাওয়া অসীম স্বপ্নের দল

তুমি কি আর এসব ভাবনায় হারাও আনমনে
হারাও কি আর আগেরই মতো
চোখেরই নরম জলে

বালিশ চেপে বোবা কান্না কাঁদায় আমায় শুধু
একাকীত্বের বোবা বেদনা ভাবায় আমায় শুধু
স্মৃতিগুলো ঘিরে থাকে আমাকে
আর বৃষ্টি নামায়
মনের মাঝে না বলা কথা গুলো
আমায় ভাবায়

তুমি কি আর এসব ভাবনায় হারাও আনমনে
হারাও কি আর আগেরই মতো
চোখেরই নরম জলে