Kalo Udbeg_কালো উদ্বেগ

গীতিকারঃ
সুরকারঃ
গেয়েছেনঃ
অ্যালবামঃ

নগরের নির্বাণ নিস্তব্ধতায়
অস্পষ্ট স্মৃতির অজীর্ণতা
মধ্যহ্নের তারাগুলো হেটে যায়
রয় শরীরের অবিভাজ্য অশিষ্টতা
সন্ধার অন্ধকার জানালাটায়
দিয়ে যায় অংশীদারী আন্তরিকতা
কোলাহল সব শুনে দুরে পালায়
শুনে অন্তর্নিহিত অপভাষা

কালো ঘোরার ক্ষুরের আঘাত
গেথে গেছে তোমার ছায়ায়
কালো মেঘে ধোয়া রোদ
তোমার দরজায় এসে দারায়
তোমার ছায়া তোমায় দেখে
দুরে কোথাও হারায়
কালো সেই শকুন দুটো
দেখো ঘুরছে চোখের তারায়