সুরকার: রূপঙ্কর বাগচী

রূপঙ্কর বাগচী ভারতীয় বাংলার এক জনপ্রিয় শিল্পী। তিনি ভারতীয় বাংলা ছবিতে অনেক গান করেছেন। রূপঙ্কর বাগচী তার অন্যতম জনপ্রিয় গান গুলার মধ্যে জাতিস্মর (চলচ্চিত্র) এর "এ তুমি কেমন তুমি" এই গানের জন্য ৬১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।