মন বান্ধিবি কেমনে সাহানা বাজপেয়ীর তৃতীয় অ্যালবাম যা ২৭ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মুক্তি পায়। অ্যালবামটির প্রয়োজনা প্রতিষ্ঠান হিন্দুস্তান রেকর্ডস ইনরেকো কলকাতা,ভারত এই অ্যালবামটি সারা দেশের কিছু বাঙালি লোক সংগীতের সংগ্রহ এবং এর সুর করেছেন সামন্তক সিনহা এবং সতাকি ব্যানার্জি।