বল্লভপুরের রূপকথা ২০২২ সালের অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত একটি বাংলা ভাষার ভারতীয় অতিপ্রাকৃত কমেডি নাট্য চলচ্চিত্র। এটি বাদল সরকারের একই নামের নাটক অবলম্বনে নির্মিত। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর ব্যানারে প্রযোজনা করেছে শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি। প্রধান চরিত্রে আছেন সত্যম ভট্টাচার্য, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও শ্যামল চক্রবর্তী। এটি একটি ঋণ-বোঝাই রাজকীয় বংশের অনুসরণ করে যখন সে তার পৈতৃক প্রাসাদ বিক্রি করে পাওনাদারদের পরিশোধ করার চেষ্টা করে, এবং একটি সম্ভাব্য চুক্তি ভঙ্গকারী গোপনীয়তা লুকানোর চেষ্টা করে। পটভূমিটি মূলত রেনে ক্লেয়ারের দ্য ঘোস্ট গোজ ওয়েস্ট চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত।