অপরাজিতা হচ্ছে ফ্যাবেসি (Fabaceae) প্রজাতির একটি ফুল। ইংরেজিতে Asian pigeonwings, bluebellvine, blue pea, butterfly pea, cordofan pea এবং Darwin pea বলে। ফুলটি গাঢ় নীল রঙের, কিন্তু নিচের দিকটা সাদা, কখনো বা একটু হলদে আভা যুক্ত হয়। সাদা রঙের অপরাজিতাও দেখা যায়। প্রকৃতিতে দুর্লভ প্রজাতির দ্বৈত পাপড়ির অপরাজিতা ফুল ও দেখতে পাওয়া যায়।