Ai Ami

ধরনঃ ব্যান্ড
গীতিকারঃ
সুরকারঃ
গেয়েছেনঃ
অ্যালবামঃ

“এই আমি”

কণ্ঠ ও সুর : প্রিন্স
কথা : রবিন

কোনো ছেকরা গাড়ির তলায় পিষে
রাস্তার মাঝখানে
মরে থাকতে চাইনে
এই আমি।

বনের রাজা হয়েও
ননীর পুতুল হয়ে সার্কাসে
পড়ে থাকতে চাইনে
এই আমি।

ডানা মেলে গগনে
উড়ে বেড়ানোর সাধ্য নিয়ে
বন্দি পাখি হয়ে
থাকতে চাইনে
এই আমি।

এই আমি আর ঐ আমি
তফাতটা অনেক খানি।
এই আমি আর ঐ আমি
অনেক বদলে গেছি।

কোনো পাতাহীন গাছের ডালে
ছিড়ে ঘুড়ি বালকের
চোখে হতাশার কারন হতে চাইনে
এই আমি ।

কোনো পাতাহীন গাছের ডালে
ছিড়ে ঘুড়ি বালকের
চোখে হতাশার কারন হতে চাইনে
এই আমি ।

এই আমি আর ঐ আমি
তফাতটা অনেক খানি।
এই আমি আর ঐ আমি
অনেক বদলে গেছি।

কোনো ছেকরা গাড়ির তলায় পিষে
রাস্তার মাঝখানে
মরে থাকতে চাইনে
এই আমি।