সাদা তুলির আঁচড়

ধরনঃ ব্যান্ড
গীতিকারঃ
সুরকারঃ
গেয়েছেনঃ
অ্যালবামঃ

সাদা তুলির আঁচড়ে,
নীর সারির আচলে
এঁকেছি তোমায় এই মনে
রংধনুর রং এ
স্বপ্নিল এই ক্ষণে
রেখেছি তোমায় গোপনে

তুমি কাছে এসেছো,
ভালবেসেছ,
রেখেছ আমায় জড়িয়ে।।

স্বপ্ন হয়েও চলে গেছো,
ভাবনা জুড়ে তুমি আছো।।

তুমি প্রথম সকাল,
তুমি ভোরের কুয়াশা
হয়ে আমায় ছুঁয়েছো।।

অন্ধ রবে তোমার ছবি
অশ্রু দিয়ে ঢেকে চলি।।

তুমি প্রথম উষ্ণতা
তুমি একরাশ শুভ্রতা
হয়ে আমায় ছুঁয়েছ