সাথি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই

ধরনঃ বাউল
গীতিকারঃ
সুরকারঃ
গেয়েছেনঃ
অ্যালবামঃ

সাথি পুরা বোতল দে আমারে
নেশায় মজে লই…
ঐ নেশাতে মাতাল হইয়ে কিছু আবল তাবল কই

চোখে আমার ভাসে যেন মুহাম্মাদরা রাসূল অন্তরেতে
ফুটে যেন মুহাম্মাদী ফুল ।।
যেথায় ফেরেস্তারা নেচে গেয়ে করতেছে হই চয়
সাথী পুরা বতল দে আমারে…….

যে নামেতে পাহাড় পর্বত সাগড় ঢেউ খেলে গাছ বিক্ষ তরু লতা
এই ধরা তলে… আজ ফেরেস্তারা নেচে গেয়ে করতেছে হৈ চয়..
সাথী পুরা বতল দে আমারে…….

না এলে মুহাম্মদ আমার না এলে ইসু আল্লা তা’য়ালা বানাইতো
না এ ধরার কিছু..
আজো বাকা পথে মাতাল রাজ্জাক সুজা হইলো কই
সাথী পুরা বতল দে আমারে……..

গানের কথা ও সুর : মাতাল কবি রাজ্জাক দেওয়ান
গেয়েছে অনেকেই এর ভিতরে বাউল জুয়েল সরকার