শরতের নীলাকাশে জোছনা
কাঁশফুল হাসিতে বইছে নদী
তারই জীবনের মান খুঁজতে
ভালো হত তোমাকে পেতাম যদি।
এই রাতে তুমি যদি পাশে থাকতে
এই হাতে যদি দুটি হাত রাখতে
বলে বলে পড়ছে যে জোছনার আলো
তারই মাঝে দুজনে সুখ খুঁজতাম।
শরতের নীলাকাশে জোছনা
কাঁশফুল হাসিতে বইছে নদী
তারই জীবনের মান খুঁজতে
ভালো হত তোমাকে পেতাম যদি।
ওই দূর নীলাকাশে চাঁদ হাসলে
মনে হয় তুমি বুঝি ভালবাসলে
চুপি চুপি হাত ছানি দেয় যে স্বপন
তুমি এলে সারা রাত জেগে থাকতাম।
শরতের নীলাকাশে জোছনা
কাঁশফুল হাসিতে বইছে নদী
তারই জীবনের মান খুঁজতে
ভালো হত তোমাকে পেতাম যদি।