লেখা পড়া যানতাম যদি,
তো আমি এই চিঠি পোড়তাম।
লেখা পড়া যানতাম যদি,
তো আমি এই চিঠি পোড়তাম।
ঐ চিঠিতে আছে প্রেম কতো,
পড়ার বাহানায় পোড়তাম।
এক মমের দীপ জ্বালিয়ে,
বসে একা একা পোড়তাম
লেখা পড়া যানতাম যদি,
তো আমি এই চিঠি পোড়তাম।
হয়তো লেখা আছে তাতে,
মোর ডাগর চোখের কথা।
আছে আরো কি সাজানো,
কতো ভালোবাসার কথা।
কতো প্রেমে ডুবে ডুবে,
কতো প্রেমে ডুবে ডুবে,
রঙ্গিন বারোতা পোড়তাম।
লেখা পড়া যানতাম যদি,
তো আমি এই চিঠি পোড়তাম।
হৃদ্যয় দিবার কতো কথা,
লেখে আছে প্রতি পাতাতে।
তোমার দেয়া চিঠি খানি,
পড়বো নিঝুম রাতে।
দিওয়ানা মনের ও ভাষা,
দিওয়ানা মনের ও ভাষা,
মন দিয়ে কতো না পড়তাম।
লেখা পড়া যানতাম যদি,
তো আমি এই চিঠি পোড়তাম।
লেখা পড়া যানতাম যদি,
তো আমি এই চিঠি পোড়তাম।