লালঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না
চাই তার লাল ফিতে চিরুণী আর আয়না।।
ঝেল বড় লাল পেড়ে টিয়া রঙ শাড়ি চাই
মন যে ভরা রাগ নিয়ে হলো মুখ ভাড়ি তাই
বাটা ভরা পান দেবো… চাই না
ছোট থেকে কোনো দিন বড় যদি হতে চাও
ভালো করে মন দিয়ে পড়াশুনা করে যাও
দুষ্টুমি করে যে কেউ তারে চায় না
(লেখা প্রক্রিয়াধীন ভুল থাকলে কমেন্ট করুণ)