রাধে রাধে বলে মুরলী কাঁদে

গীতিকারঃ
গেয়েছেনঃ
অ্যালবামঃ

মুরলী কাঁদে রাধে রাধে বলে
মুরলী কাঁদে রাধে রাধে বলে
শ‍্যামসুন্দর হায় ভাসে নয়নজলে
রাধে রাধে বলে
মুরলী কাঁদে রাধে রাধে বলে

দেখো যমুনা জলে শূন‍্য তরী দোলে
শূন‍্যে ঝোলে ঝুলা নীপতরু তলে
দেখো যমুনা জলে শূন‍্য তরী দোলে
শূন‍্যে ঝোলে ঝুলা নীপতরু তলে
রাধে রাধে বলে
মুরলী কাঁদে রাধে রাধে বলে

কুঞ্জে নীরব পাখি, পুচ্ছ মেলে না শিখী,
পবন থাকি থাকি, দীরঘ নিশ্বাস ফেলে।।
এসো গো মানিনী মাধো বিমোহিনী
এসো বিরহিনী এসো বধূ গলে
এসো গো মানিনী মাধো বিমোহিনী
এসো বিরহিনী এসো বধূ গলে
শ‍্যাম শ‍্যাম বলে মুরলী কাঁদে
রাধে রাধে বলে
মুরলী কাঁদে রাধে রাধে বলে