যুগে যুগে তোমারে ভালবেসেছি

গীতিকারঃ
সুরকারঃ
গেয়েছেনঃ
অ্যালবামঃ

যুগে যুগে তোমারে ভালবেসেছি,
অনুরাগে শতবার কাছে এসেছি।
তুমি ছাড়া মোর কেউ নেই কিছু নেই,
যেনেছি যেনেছি—–

যুগে যুগে তোমারে ভালবেসেছি,
অনুরাগে শতবার কাছে এসেছি।
তুমি ছাড়া মোর কেউ নেই কিছু নেই,
যেনেছি যেনেছি—–

আমার নয়ন ও মাঝে তুমিন নয়ন মনি,
আমার মনেরই তারে তোমার সুরের আধুরি।
ভালবেসেছো যারে বাথা দিও না তারে।
তোমাকে আমার আপনার অধিকার দিয়েছি,

যুগে যুগে তোমারে ভালবেসেছি,
অনুরাগে শতবার কাছে এসেছি।
তুমি ছাড়া মোর কেউ নেই কিছু নেই,
যেনেছি যেনেছি—–

ফাগুন ছারিয়ে গেলে ফুলের কি মূল্য আছে,
জীবন শুকিয়ে যাবে তুমি না এলে কাছে।
তোমার প্রেমেরই ছায়ে আমায় রেখো জড়ায়ে।
তোমারই ক্ষমায় বিনিময় প্রিতিময় হয়েছি-

যুগে যুগে তোমারে ভালবেসেছি,
অনুরাগে শতবার কাছে এসেছি।
তুমি ছাড়া মোর কেউ নেই কিছু নেই,
যেনেছি যেনেছি—–