মায়া মাখা

গীতিকারঃ
সুরকারঃ
গেয়েছেনঃ
অ্যালবামঃ

মায়া মাখা তোর ছবিটা/ কোন আঁধারে বিলীন
ধোঁয়ায় উড়ে স্মৃতির আকাশ/ ফুঁকছি নিকোটিন
আমার বোকা শহরের ইট/ যাচ্ছে খসে খসে
আশ্বাসের ছাদ পিলার কাঁপে/ সবই যাচ্ছে ধ্বসে
আমার সবই যাচ্ছে ধ্বসে…
মায়া মাখা তোর ছবিটা/ কোন আঁধারে বিলীন
ধোঁয়ায় উড়ে স্মৃতির আকাশ/ ফুঁকছি নিকোটিন

বোকা বোকা ইচ্ছেগুলো/ তোর কাজলে সাজতো
বোকা বুকে তোর নুপুরের/ সুর কেবলই বাজতো
তবু বোকার প্রেম নদীতে/ থাকলো না আর জল
কোন সাগরে ডুব মেরেছিস/ একটু আমায় বল
একটু আমায় বল…
মায়া মাখা তোর ছবিটা/ কোন আঁধারে বিলীন
ধোঁয়ায় উড়ে স্মৃতির আকাশ/ ফুঁকছি নিকোটিন

আমার বোকা কথার মিছিল/ তোর ইশারায় হাসতো
তোরই নামে শ্লোগান তুলে/ হাওয়ায় হাওয়ায় ভাসতো
আমার বোকা মনের ভেতর/ ঝড় বয়ে যায় রোজ
বোকা চোখে চেয়ে থাকি/ মেলে না তোর খোঁজ
মেলে না তোর খোঁজ….
মায়া মাখা তোর ছবিটা/ কোন আঁধারে বিলীন
ধোঁয়ায় উড়ে স্মৃতির আকাশ/ ফুঁকছি নিকোটিন