মন শত পাহারায়
মন যত বেঁধে রাখো
মন সে তো হারিয়ে যাবে।
মন কোন অগোচরে
মন সে তো নিয়ম ভেঙ্গে
মন ঠিকই পালিয়ে যাবে।
একদিন হঠাৎ করেই
দেখবে সে তোমাতেই নেই
কোন এক মানুষকে
ঠিক সে খুঁজে নেবেই।
ভেবেছিলাম থাকবো একা আমি
ভালোবাসার ফাঁদে পড়বো না আমি
যতই প্রলোভন আসুক না কেন
কাউকে ভালবাসবো না
জানিনা হঠাৎ করেই
এ আমার কি যে হলো
আমারই অজান্তেই
এ মন হারিয়ে গেলো।
প্রেমের এই ফাঁদ পাতা ভুবনে
কে কখন হারায় কে জানে
আমিও সে ফাঁদে পড়ে
না বুঝে এর কি মানে।