প্রিয়া প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে
মন মুনিয়া কান্দে রে
প্রিয়া প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে
মন মুনিয়া কান্দে রে
মনের মোহনায় মন থাকে না
মন যে থাকে তোমার বাড়ি
মনের ডাকে তুমি দাও না সারা
আমি যাতনাতে মরি .
প্রিয়া প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে
মন মুনিয়া কান্দে রে
প্রিয়া প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে
মন মুনিয়া কান্দে রে |
তোমার মনের ডালে
আমার মন থাকে বসে
দিওনা ভেঙ্গে ডাল
তোমায় দেখার দোষে
তোমায় দেখার পাগল
আমার চাতক আখিঁ
প্রিয়া সখি বন্ধু
কতো নামে ডাকি
প্রিয়া প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে
মন মুনিয়া কান্দে রে |
তোমার মনের ঘড়ের
দক্ষিন জালানার পাশে
ফুল হয়ে ফুটব
তোমায় দেখার আশে
নিঠুর হয়ে তুমি
ছিড়না ফুলের পাতা
পড়ে দেখ তুমি
নিরব চোখের কথা
প্রিয়া প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে
মন মুনিয়া কান্দে রে
প্রিয়া প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে
মন মুনিয়া কান্দে রে
মনের মোহনায় মন থাকে না
মন যে থাকে তোমার বাড়ি
মনের ডাকে তুমি দাও না সারা
আমি যাতনাতে মরি .
প্রিয়া প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে
মন মুনিয়া কান্দে রে
প্রিয়া প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে
মন মুনিয়া কান্দে রে |