আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।।
ছেলেহারা শত মায়ের অশ্রুগড়া এ ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।।
আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।।
একুশে ফেব্রুয়ারির গান
কথা: আব্দুল গাফ্ফার চৌধুরী
সুর: শহীদ আলতাফ মাহমুদ
তাল: দাদরা