ভালবাসি তাই ভালবেসে যাই

ধরনঃ আধুনিক
গীতিকারঃ
সুরকারঃ

ভালবাসার আকাশ
এখানে অসীম নীল
ডানা মেলে উড়ে যায় স্বপ্নের গাংচিল

স্নিগ্ধ সকাল তার প্রতিক্ষায়
ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায়

এই দিগন্ত চোখের সীমানায়
কেউ কি ডাকে নিশ্চুপ গভীর মায়ায়
লালচে সন্ধার সেই মায়াবী সুখ
এই জ্যোৎস্না রাতে
হাত রেখে হাতে
হেঁটে চলা বহু দূর

এই দিগন্ত চোখের সীমানায়
কেউ কি ডাকে
নিশ্চুপ গভীর মায়ায় ॥

আমি দুহাত ভরে মায়াবী
অজস্র ভালবাসায়…
শুনিয়ে আজ বলছি তোমাকে
ভালবাসি তাই ভালবেসে যাই