বাংলা আমার মায়ের ভাষা

ধরনঃ ছড়াগান
গীতিকারঃ
সুরকারঃ
অ্যালবামঃ

বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার দেশ
এই ভাষাতে কথা বলে
আনন্দ পাই বেশ ।।

চাইনা আমরা অন্য ভাষা
এই স্বাধীন দেশে ভাই
বাংলাদেশে চলবে শুধু
বাঙ্গালীদের ঠাই । ঐ

মায়ের ভাষা রাষ্ট্রভাষা
করতে গিয়ে যারা,
অকাতরে প্রাণ দিল
শহীদ হল তারা । ঐ

শহীদ ভাইদের তাজা খুন
বৃথা নাহি যাবে
চিরদিন তাদের কথা
মনস পটে রবে ।। ঐ