ফিরে এসো

ধরনঃ ব্যান্ড
গীতিকারঃ
গেয়েছেনঃ
অ্যালবামঃ

ফিরে এসো এই হৃদয় নগরে,
মন ছুয়ে যাও প্রনয় সুরে।।
ফিরে এসো বড় নিঃস্ব একা লাগে,
ফিরে এসো সেই চেনা পথের ধারে।
জেনে রেখো সেই প্রেম রেখেছি ধরে,
রেখেছি তুলে অন্তরে।

রয়েছ দূরে দূরে…
শত অভিমান অভিযোগে।
সেই কথা তো বুঝিনি আগে।
জানিনা কোন ভুলে
তুমি দেখলেনা পিছু ফিরে,
রেখেছ আমায় শুন্য করে।
ফিরে এসো বড় নিঃস্ব একা লাগে,
ফিরে এসো সেই চেনা পথের ধারে।
জেনে রেখো সেই প্রেম রেখেছি ধরে,
রেখেছি তুলে অন্তরে।

সৃতির মায়াজালে আমি যে বাঁধা পড়েছি,
তবুও তো তোমাকে চেয়েছি।
চোখে শ্রাবণধারা নীরবে ভিড় করে,
যখন তোমায় মনে পড়ে।
ফিরে এসো বড় নিঃস্ব একা লাগে,
ফিরে এসো সেই চেনা পথের ধারে।
জেনে রেখো সেই প্রেম রেখেছি ধরে,
রেখেছি তুলে অন্তরে।।