প্রিয় মৃত্তিকা

গীতিকারঃ
সুরকারঃ
গেয়েছেনঃ
অ্যালবামঃ

প্রিয় মৃত্তিকা প্রিয় জন্মভূমি প্রিয়তম স্বদেশ
তুমি ভয় পেয়োনা মাগো তুমি ভয় পেয়োনা
আমরা জেগে আছি
এই ধূসর রাত্রিতে”” তোমাকেই এনে দেবো
পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল দেশ
প্রিয় মৃত্তিকা প্রিয় জন্মভূমি প্রিয়তম স্বদেশ

স্মৃতির ঘড়ের বন্ধ জানালা খুলে দিয়েছি
অতিতের সাহসী একএকটি মুখ খুঁজে এনেছি
ওরা দুপায়ে দলে গেছে মৃত্যুর ভয়
ওরা ভিরুতার পরাজয়ে উড়িয়েছে জয়
স্বাধীনতা চেয়ে ওরা বেঁধেছিল জীবনের জাতী বন্ধন

তোমার বুকের মমতায় কেঁদে ওঠে মাগো একদিন
দারুন ক্রোধে জ্বলে উঠেছিল অগ্নি শিশু
বীর ক্ষুদিরাম ক্ষুদিরাম ক্ষুদিরাম
সূর্যসেনের পদচিহ্ন দেখে হেটে গেলো অমিত তেজে
রফিক সালাম বরকত ( আরো কত নাম )৩
ওরা চেতনায় দ্বীপ্ত সাহসী মশাল
ওরা চেয়েছিল জীবনের সোনালী সকাল
দুঃশাষনের বুকে বজ্র হেনে ওরা গেয়েছিল গান