নাম ঠিকানা যানা নাই

ধরনঃ বিবিধ
গীতিকারঃ
সুরকারঃ
গেয়েছেনঃ
অ্যালবামঃ

কথা+সুর: ফকির শাহাব উদ্দীন

নাম ঠিকানা যানা নাই,
তোয়ার হবর কেনে পাই
তোয়ার লাই আর পরান পুইরা যার
আত্তুন তোয়ার লাই আর পরান পুইরা যাই,
—————————————–
চিটাগাং আইলে তোয়ারে পতেঙ্গা লই যাইয়ম—
সুন্দর সুন্দর চিন চিনারী তোয়রে দেহাইয়ম,
রাঙ্গা মাটি লই যাই তোয়ারে গোসল গইরগম লেকত যাই
ওরে হাক্সবাজার লই যাই তোয়ারে গোসল গইরগম দইরগাত যাই,
তোয়ার লাই আর পরান পুইরা যাই,—ঐ
—————————————-
তোয়ার হতা মনত অইলে বুকত ধরপর গরে—–
প্রেমের জ্বালই জ্বলি মরি বুগর দরত বারে,
ওরে চিড়ি পত্র দিবার লাই,
নাম ঠিকানা আই তোয়াই,
তোয়ার লাই আর পরান পুইরা যাই,—-ঐ