ন​য়ণ যে মোর বারণ মানে না

গেয়েছেনঃ
অ্যালবামঃ

নয়ন যে মোর বারণ মানে না।
বারণ মানে না মন কাঁদন মানে না।।

নিশিদিন তব আশে
আছি চেয়ে পথ পাশে (আমি),
দু’কূল বেয়ে সলিল আসে কাজল মানে না।।

সবার মাঝে থেকেও একা
আমি তাই তো তোমার চাই গো দেখা,
মরম যে গো তোমায় ছাড়া কারেও জানে না।।