আরও গভীরে যদি যেতে
আমার প্রতি ভাবনায়,
আবগেই খেলা খেলেছে কে
জীবন নিয়ে আমার।
পৃথিবীকে এইটুকু আনুরধ হায়
উপহাস করোনা নিয়ে হ্রদয়,
দেবদাস বলনা আমায়।
তানপুরাটা বাঝেনা সুরে
এ জীবন সেতো ছিঁড়ে যাওয়া তার
নিঃস্ব করে আজ যে বহু দূরে
হতে চাইনা তার করুনা ।
পৃথিবীকে এইটুকু আনুরধ হায়
উপহাস করোনা নিয়ে হ্রদয়,
দেবদাস বলনা আমায়।
ও পিয়ানোতে নেই সে মধুর ঝংকার
টুং টাং টুং টাং শব্দে বাজেনা সে আর
জীবন আমার সেই ভাঙ্গা পিয়ানো
বিষাদের স্বরলিপি যার।
পৃথিবীকে এইটুকু আনুরধ হায়
উপহাস করোনা নিয়ে হ্রদয়,
দেবদাস বলনা আমায়।