দাঁড়িয়ে তোমারি শহরে
কত ভালোবাসা নিয়ে
এসে ধরো আমায় তুমি
এসোনা তুমি এগিয়ে
তোমায় একা
আমার দেখা
দাও না বাধা সরিয়ে
দাঁড়িয়ে তোমারি শহরে
কত ভালোবাসা নিয়ে
এসে ধরো আমায় তুমি
এসোনা তুমি এগিয়ে
খুঁজেছি জোনাকি আলোকে
খুজেছি আমি তোমাকে
ভাসিয়ে ধোয়ায় আমি
সাজাবো আমি তোমাকে
না বলা কথা
মনে রাখা
জানাবো তোমায় কী করে
দাঁড়িয়ে তোমারি শহরে
কত ভালোবাসা নিয়ে
এসে ধরো আমায় তুমি
এসোনা তুমি এগিয়ে
তোমাকে বেসেছি ভালো
চেয়েছি তোমাকে আরো
সেজেছো আমারি পরশে
কত যে ভালোবেসে
লুকিয়ে রেখে
কেনো নিজেকে
রেখেছো এত আড়ালে
দাঁড়িয়ে তোমারি শহরে
কত ভালোবাসা নিয়ে
এসে ধরো আমায় তুমি
এসোনা তুমি এগিয়ে