তোমার চোখের শীতলপাটি দাও বিছিয়ে সই

গীতিকারঃ
সুরকারঃ
অ্যালবামঃ

তোমার চোখের শীতলপাটি দাও বিছিয়ে সই

শীতের রাতে যায়না বোঝা
মনের বালিশ পশম মোজা
হারিয়ে গেল কই?
হারিয়ে গেল কই?

তোমার কাছে রইল রাখা
অনেকদিনের জমতে থাকা
মনের কথার সাধ

আজকে জোটে তোমায় যদি
একটা গোটা গঙ্গানদী
করবো অনুবাদ।

অন্ধকারে যায়না দেখা
তোমার চুলের গন্ধমাখা
স্বপ্নে ফোটে জুঁই

তোমার চোখের শীতলপাটি দাও বিছিয়ে সই

শীতের রাতে যায়না বোঝা
মনের বালিশ পশম মোজা
হারিয়ে গেল কই?
হারিয়ে গেল কই?