তোমার একহাতে দিব টুকটুকে লাল বেলুন

ধরনঃ বাউল
গীতিকারঃ
সুরকারঃ
গেয়েছেনঃ
অ্যালবামঃ

তোমার একহাতে দিব টুকটুকে লাল বেলুন
আর অন্য হাতে সুঁচালো আলপিন
খেলো তুমি যেমন ইচ্ছে তোমার খেয়ালখুশি
আমি আমার রাজ্যে তোমার জন্য হাজার বেলুন পুষি

এসো, বোসো, আমার উঠানে
বুক ভরে নাও শ্বাস
শীতলপাটি বিছিয়ে দেব তালপাখার বাতাস

আমার হৃদয়পুরের শুকপাখিটা অসুখ নিয়েও হাসে
খাঁচায় বন্দী জেনেও পাখি বাঁচতে ভালোবাসে
তোমার আকাশ দিলাম,বাতাস দিলাম,সাদা মেঘের ডানা
উড়ে বেড়াও যেথা খুশি কে করিল মানা
উড়ো উড়ো মেঘের পাখি যাও যেথা খুশি
আমি তোমার জন্য পাঁজর জুড়ে অচিনপাখি পুষি

এসো, বোসো, আমার উঠানে
বুক ভরে নাও শ্বাস
শীতলপাটি বিছিয়ে দেব তালপাখার বাতাস

আমার মনের বনে ফুটলো যে ফুল ভুল ডালে তার বাসা
হৃদয়পুরে বন্ধু তোমার নিত্য যাওয়াআসা
তোমায় বন দিলাম মন দিলাম
ফুলকে দিলাম ডানা
প্রজাপতি হল তারে কে করিল মানা
উড়ো উড়ো ফুলপতি যাও যেথা খুশি
আমি তোমার জন্য আবার নাহয় — চাষি

এসো, বোসো, আমার উঠানে
বুক ভরে নেও শ্বাস
শীতলপাটি বিছিয়ে দেব তালপাখার বাতাস।।