তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুখ

গীতিকারঃ
সুরকারঃ
গেয়েছেনঃ
অ্যালবামঃ

তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুখ,
তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব।
তোমারি দু’নয়নে তোমারি শোকবারি,
তোমারি ব্যাকুলতা তোমারি হা হা রব।।

তোমারি দেওয়া বিধি তোমারি কেড়ে নেওয়া,
তোমারি শঙ্কিত আকুল পথ চাওয়া,
তোমারি নিরজনে ভাবনা আনমনে,
তোমারি সান্ত্বনা শীতল সৌরভ।।

আমিও তোমারি গো তোমারি সকলি ত’
জানিয়ে জানেনা এ মোহ হত চিত।
আমারি বলে কেন ভ্রান্তি হলে হেন?
ভাঙো এ অহমিকা মিথ্যা গৌরব।।

তাল:তেওড়া