তোমায় ভালোবাসি

সরসে ফুলের হলুদ তুমি, কচি ডাবের সবুজ
গোলাপ ফুলের লাল যে তুমি তোমার প্রেমে অবুঝ
কমলা লেবুর কমলা তুমি, আকাশের আকাশি
তোমার প্রেমে পাগল আমি তোমায় ভালবাসি
শাপলা ফুলের সাদা তুমি কাঁদা মাটির কালো
আন্ধার ঘরের আলো তুমি, তোমারে পাই ভালো
লোকে বলে পানির নাকি রঙ বর্ন নাই
তোমার প্রেমে এমন পাগল পানিতে ও রং পাই
আমি একটা রসিক পাগল রঙ এ তে দেই ডুব
রং সাগরের মুক্তা তুমি রঙ্গীলা ঝিনুক
তুমি রঙ্গীলা ঝিনুক…