S:16/08/2017
আমার কথার শেষ নাই
তুমি শুন বলে বলে যাই।
ভাষার ভাব, না বুঝবে তুমি,
না বুঝাতে পারব আমি।
তবুও বলতে চাই…..
তোমাকেই চাই গো
আমি, তোমাকে চাই।
তুমি ছাড়া আপন কেহ
আমার যে আর নাই।।
হব তুমার হাতের বালা
আর হব গলার মালা।
তোমার গানে সঙ্গ দিতে
বাজব আমি হয়ে বেহালা।
থাকব পাশে ছায়া হয়ে
ছাড়বনা সাথ জয় অজয়ে।
মিটেনা তৃষা যতই তাকাই
বারবার তাই দেখে যাই।।
হব তোমার রঙিন ফুটা
আর হব চুলের কাটা।
তোমার দুচোখ সাগর হলে
আমি হব জোয়ারভাটা ।
হৃদ মহলে করব রানী
এ কথাটাই আজও মানি।
উদয় অস্তে তুমাকেই চাই
খুঁজেনিও যদি হারাই।।
By: Sudip Debnath