তুমি যে গিয়াছ বকুল-বিছানো পথে

ধরনঃ আধুনিক
গীতিকারঃ
গেয়েছেনঃ
অ্যালবামঃ

তুমি যে গিয়াছ বকুল-বিছানো পথে,
নিয়ে গেছ হায় –
একটি কুসুম আমার কবরী হতে।।

নিয়ে গেছ হিয়া কী নামে ডাকিয়া
নয়নে নয়ন দিয়া,
আমি যেন হায় ফেলে-যাওয়া মালা
কূলহারা নদী স্রোতে।।

খেলাঘরে কবে ধূলির খেলায়
দু’টি হিয়া ছিল বাঁধা,
আমার বীণাটি তোমার বাঁশিটি
একসুরে ছিল সাধা।

সে খেলা ফুরালো, সে সুর মিলালো,
নিভিলো কনক আলো ;
দিয়ে গেছ মোরে শত পরাজয়
ফিরে এসো জয়রথে।।