তুমি বাঁধিয়া কী দিয়ে রেখেছ হৃদি এ,
(আমি) পারি না যেতে ছাড়ায়ে,
এ যে বিচিত্র নিগূঢ় নিগড় মধুর –
(কী) প্রিয় বাঞ্ছিত কারা-এ!
এ যে যেতে বাজে চরণে এ পয বিরহ কাজে স্মরণে
কোথায় যায় মিলিয়া যে মিলনের হাসি
চুম্বনের পাশে হারায়ে।