তুই যদি চিনতি আমায় পরাণের পাখি

ধরনঃ আধুনিক
গীতিকারঃ
সুরকারঃ
গেয়েছেনঃ
অ্যালবামঃ

তুই যদি চিনতি আমায় পরাণের পাখি
তোর লিখে দিতাম আমার এ দুটি আঁখি ।।

ভাল যদি বাসতি আমায় দেখতিস কি আদরে রাখি ।।

তুই ছাড়া ত্রিভূবনে আর কেউ নাই।
আমি তোকে আমার সারা জনম দিতে চাই
তুই যদি পরাণ আমার রাখতিস বাধি
তোর লিখে দিতাম আমার এ দুটি আঁখি
ভাল যদি বাসতি আমায় দেখতিস কি আদরে রাখি ।।

আমি ডাকি তুই পাখি থাকিস না দূরে ।।
আমার এ জীবনটা চলে তোর অনুসারে
তুই যদি বলিস প্রেম অপরাধী
তোর লিখে দিতাম আমার এ দুটি আঁখি
ভাল যদি বাসতি আমায় দেখতিস কি আদরে রাখি ।।

তুই যদি চিনতি আমায় পরাণের পাখি
তোর লিখে দিতাম আমার এ দুটি আঁখি ।।
ভাল যদি বাসতি আমায় দেখতিস কি আদরে রাখি ।।