play_circle_filled
pause_circle_filled
জনম জনম
volume_up
volume_off
এতোদিনে পেয়েছি যে আমি
সেই তোমারই দেখা
হারাতে দেবো না তোমায়
আসুক যতই বাঁধা
যতনে রেখেছি তোমায় মনেরই মনি কোঠায়
কখনো ভুলো না আমায়
ভালোবাসি তোমায় ভালবেসে যাব
জনম জনমে সাথী হবো ।।
জীবন আমার হলো রংগীন
যখনই দু’হাত বাড়ালে
স্বর্গেরই সুখ পাই যে আমি
সামনে তুমি দাড়ালে
অনুভবের চাদরে শুধু তোমায় জড়াবো
ভালোবাসি তোমায় ভালবেসে যাব
জনমে জনমে সাথী হবো ।।
তোমারই মুখ ছুঁয়ে ছুঁয়ে ডুবেছি অথৈ স্বপনে
ভালবাসা এই অনুরাগ ছড়াও সারা ভুবনে ।।
বেঁচে থাকবো যতদিন
শুধু তোমারই রবো
ভালোবাসি তোমায় ভালবেসে যাব
জনম জনমে সাথী হবো ।।