চারশো বছর পেরিয়ে

চারশো বছর পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে বল্লভপুর
ভূত মানুষে আলাপ বিলাপ প্রেম ও আছে বল্লভপুর (২)

এস এস এই বাড়িতে একবার ঘুরে যাবে
হৃদয়ের দেনা সবই প্রেমে ফেরত পাবে (২)

আঁধার আলো মনের কোনে জমতে থাকে বল্লভপুর
তাকে লাগলে ভালো ভয়ের নাচন কমতে থাকে বল্লভপুর

এসো এই রূপকথা তে একবার মিশে যাবে
হৃদয়ের দেনা সবই প্রেমে ফেরত পাবে (২)

প্রেমের ভারে হালকা মনে উড়তে পারি বল্লভপুর..

চারশো বছর বয়স নিয়ে
কাঁপবে গলায় সুর খেলিয়ে (২)

তোমার মনের সঙ্গে….
তোমার মনের সঙ্গে এমন জুড়তে পারি

এসো এই রগড় খেলা একবার খেলে যাবে
হৃদয়ের দেনা সবই প্রেমে ফেরত পাবে (২)

চারশো বছর পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে বল্লভপুর
ভূত মানুষে আলাপ বিলাপ প্রেম ও আছে বল্লভপুর