চাঁদপুর ইন্টারন্যাশনাল স্কুলটা জ্ঞানে ভরা

ধরনঃ ছড়াগান
গীতিকারঃ
সুরকারঃ
গেয়েছেনঃ
অ্যালবামঃ

ইন্টারন্যাশনাল স্কুলটা জ্ঞানে ভরা
সাথী মোদের লেখা পড়া
লেখাপড়া খেলাধুলা, খেলাধুলা লেখাপড়া, পিটিতেও ভালো মোরা
—–হে পিটিতে ভালো মোরা।।

এইখানে মিথ্যে কথা কেউ বলেনা
এইখানে অসৎ পথে কেউ চলেনা।।

ও ও ও ও অ ও ও।।
পড়ার সময় লেখা পড়া
কাজের সময় কাজ করা।
খেলার সময় হলে খেলা করি,
—–হে খেলা করি।

ইন্টারন্যাশনাল স্কুলটা জ্ঞানে ভরা
সাথী মোদের লেখা পড়া
লেখাপড়া খেলাধুলা, খেলাধুলা লেখাপড়া, পিটিতেও ভালো মোরা
হে পিটিতে ভালো মোরা।।

এখানে মন্দ হতে কেউ পারে না
এখানে হিংসা কভু কেউ করে না।
ও ও ও ও অ ও ও।।

নেই কোন দুঃখ অপমান
ছোট বড় সবাই সমান
ভালবাসা দিয়ে জীবন গড়ি।
—–হে জীবন গড়ি
ইন্টারন্যাশনাল স্কুলটা জ্ঞানে ভরা
সাথী মোদের লেখা পড়া
লেখাপড়া খেলাধুলা, খেলাধুলা লেখাপড়া, পিটিতেও ভালো মোরা
—হে পিটিতে ভালো মোরা।।