গোলাপ ফুলকে দেখে ভেবেছি

ধরনঃ অজ্ঞাত
গীতিকারঃ
সুরকারঃ
গেয়েছেনঃ
অ্যালবামঃ

গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি
নিষ্পাপ ফুলে কার মমতা থাকে?
কে এমন রঙ মেখে দিয়েছে তাকে?

এই যে বাতাসে তার পাঁপড়ি দোলে
কেঁপে কেঁপে নুয়ে সুখের কোলে।
কানে কানে কিছু যেন বলছে কাকে?
কে এমন রঙ মেখে দিয়েছে তাকে?

এতোটা পাক ফুল এতোটা সুখি
চিত্তে শান্তি ভরা মুগ্ধমুখি।
ডগমগ ফুটে থাকে পাতার ফাঁকে।
কে এমন রঙ মেখে দিয়েছে তাকে?

হাত দিয়ে ছুঁয়ে দেখি গোলাপের মুখ
নেই তার বেদনা বিরহ অসুখ

প্রভুর গোপন প্রেমে বিভোর থাকে।