S:27/06/2017
গান গুলি গো এলোমেলো
লাগবে কি আর বেশী ভালো।
গাব গান তালির তালে
পাবনা তালি গান ফুরালে।
গানের সাথেই মার তালি
শেষে না হয় নাই বাজালে।
দেখে বেশী হব খুশী
যদি তালির তালে হেলদোল।।
বিনা সুরে গাই রাতে দিনে
পেলে তারে নিতাম কিনে
সুরের বাজার কোথায় পাব বল।
যদি জান তার ঠিকানা
তবে কেন আমায় বলনা?
সেই বাজারে আমায় নিয়ে ছল।।
তানপুরা টার গলায় ধরি
সকাল সন্ধ্যায় রেওয়াজ করি,
সুরের সাথে তাল মিলাতে বেলা বয়ে গেল।
সুরের যন্ত্র কোথায় পাব
পেলে তারে গলায় জড়াব,
দেখতে চাই সে সাদা না কালো।।
By: Sudip Debnath