খেলবো হোলি রঙ দেব না।
তাই কখনো হয়?
খেলবো হোলি রঙ দেব না
তাই কখনো হয়
এসো এসো বাইরে এসো এসো গো
এসো এসো বাইরে এসো
ভয় পেয়োনা ভয়
এসেছে হোলি এসেছে।।
খেলবো হোলি রঙ দেব না
তাই কখনো হয়?।
খেলবো হোলি রঙ দেব না
তাই কখনো হয়
এসো এসো বাইরে এসো এসো গো
এসো এসো বাইরে এসো
ভয় পেয়োনা ভয়
এসেছে হোলি এসেছে।।
(ও ও ও)লালে লালে অাবীর লালে
আকাশ হল লাল।
(ও ও)বৃন্দাবনে হোলী খেলে
নন্দের দুলাল।
শোন শোন গাইছে সবাই শোন গো
শোন শোন গাইছে সবাই
ফাগুনেরি জয়
এসেছে হোলী এসেছ।।
(ও ও)লুকোচুরি চলবে নাতো
আজকে হোলীর দিনে।
(ও)রঙ খেলা কি জমে বল,
আপন মানুষ বিনে?।
ছাড়বো নাতো আজকে তোমায়
ছাড়বো না,ছাড়বো নাতো
আজকে তোমায়,নয় কিছুতে নয়
এসেছে হোলি এসেছে।।
খেলবো হোলি রঙ দেব না
তাই কখনো হয়?।
এসো এসো বাইরে এসো এসো গো
এসো এসো বাইরে এসো
ভয় পেয়োনা ভয়
এসেছে হোলি এসেছে।।