খুজে তারে জনম জনম

ধরনঃ বিবিধ
গীতিকারঃ
সুরকারঃ
গেয়েছেনঃ
অ্যালবামঃ

খুজে তারে জনম জনম
আমার জগত চারিপাশ
পেলাম খোঁজে হৃদয় মাঝে
লুকিয়ে তাহার নিবাস।

লুকিয়ে ছিল চুপি চুপি দেয়নি কোন সাড়া
আজ একটু খানি অনুভবে আমি দিশেহারা।
সে না হয় থাকুক ভবে, হোক রয়ে অনুভবে
তার ছোয়া পেয়ে প্রাণে, হোক না প্রাণনাশ

খোজে তারে জনম জনম
আমার জগত চারিপাশ
পেলাম খোঁজে হৃদয় মাঝে
লুকিয়ে তাহার বাস।