কৃষ্ণ পক্ষ কালো পক্ষ

ধরনঃ বাউল
গীতিকারঃ
সুরকারঃ
গেয়েছেনঃ
অ্যালবামঃ

কৃষ্ণ পক্ষ কালো পক্ষ
কোন পক্ষতে মধু আছে গো
ও কালো ভ্রমর জানে মধুর মর্ম সইগো
ভ্রমর জানে মধুর মর্ম সইগো
গুবরা পোকা জানে না সইগো
গুবরা পোকা জানে না
ডুব দিলাম না

ও এমন ভবের নদীতে সই আমি
ডুব দিলাম না

প্রেম কইরাছেন ইউসুফ নবী
তার প্রেমে জুলেখা বিবিগো
ও তারা এক মরনে দুইজন মরে সইগো
এক মরনে দুইজন মরে সইগো
এমন মরে কয়জনা সইগো
এমন মরে কয়জনা
ডুব দিলাম না

ও এমন ভবের নদীতে সই আমি
ডুব দিলাম না

চন্দ্রী দাস আর রজকিনি
তারাই প্রেমের শিরোমনি গো
ও তারা এক মরনে দুইজন মরে সইগো
এক মরনে দুইজন মরে সইগো
এমন মরে কয়জনা সইগো
এমন মরে কয়জনা
ডুব দিলাম না

ও এমন ভবের নদীতে সই আমি
ডুব দিলাম না

ও জলে ডুবি ডুবি বলে ডুবিলাম না
জলে ডুবি ডুবি বলে ডুবিলাম না
হায়রে মরণ ভয়ে ডুবিনারে
আমি মরণ ভয়ে ডুবিনা
ডুব দিলাম না

ও এমন ভবের নদীতে সই আমি
ডুব দিলাম না

ও এমন ভবের নদীতে সই আমি
ডুব দিলাম না
ডুব দিলাম না
ডুব দিলাম না
ডুব দিলাম না