কি জানি কি কথা লুকোলে ওই আঁখিপাতে
ঝিনুকে ছায়া ঝরে
মায়াবি বালি সরে
স্রোতেরা পায়ে পড়ে
চুপিসারে মধুরাতে
কি কথা লুকোলে ওই আঁখিপাতে…
এ বাতিঘর অচেনা
কোনো জাহাজ জিরোচ্ছেনা
হতাশা অন্তরীপে
তলিয়ে যাওয়া দ্বীপে
কে আলো জ্বেলে রাখে
পিছু ডাকে
তোমাকে ফেরায়
কি কথা লুকোলে ওই আঁখিপাতে
ঝিনুকে ছায়া ঝরে
মায়াবি বালি সরে
স্রোতেরা পায়ে পড়ে
চুপিসারে মধুরাতে
কি কথা লুকোলে ওই আঁখিপাতে…
এখানে থামে নোনা হাওয়া
দ্বীপান্তরে বা নির্বাসনে
উড়ন্ত শঙ্খচিল, অস্থির নীলে নীল
তোমাকে খোঁজে মনে মনে
অলস আলোর আকাশলীনা
এবার ফেরো হৃদয়হীনা
তোমাকে ডেকে ডেকে
হৃদয়ে রেখে রেখে
সময় চোরাবালি,
থেকে থেকে,
আমাকে ডোবায়…
কি কথা লুকোলে ওই আঁখিপাতে
ঝিনুকে ছায়া ঝরে
মায়াবি বালি সরে
স্রোতেরা পায়ে পড়ে
চুপিসারে মধুরাতে
কি কথা লুকোলে ওই আঁখিপাতে…