কি করি তোমাকে নিয়ে

এইতো সেই সময়,
যখন হঠাৎ চাওয়া আর পাওয়া মেলে এক বিন্দুতে
কেউ আর পারবেনা,
আমাদের ছুঁতে পিছুটান ভুলে আমরা এক সিন্দুতে
কি করি তোমাকে নিয়ে বলোনা, কি করি
কি করি, কিযে করি,
কি করি তোমাকে নিয়ে বলোনা যে, কি করি।

আরো কাছে, আরো কাছে
রাখোনা আমায় আরো কাছে।