কবি, পাঞ্জাবিটা কুঁচকে কেন রাখ

ধরনঃ Uncategorized
গীতিকারঃ
গেয়েছেনঃ

কবি, পাঞ্জাবিটা কুঁচকে কেন রাখ?
চপ্পলটাও অনেকটা পুরানো
এলোমেলো এলোমেলো থাকো।

চুলগুলোতে ময়লা কুড়ানো
কবি, পাঞ্জাবিটা কুঁচকে কেন রাখ?
চপ্পলটাও অনেকটা পুরানো
এলোমেলো এলোমেলো থাকো
চুলগুলোতে ময়লা কুড়ানো

কবি এতো কমের সাথে কেনো মেশো?
গোমড়া মুখো না থেকে হেসো
এলোমেলো-অগোছালো কি ভালো?
চোখ ভরা নিয়ে রাজ়্যের আলো?
কবি এতো কমের সাথে কেনো মেশো?
গোমড়া মুখো না থেকে হেসো
এলোমেলো-অগোছালো কি ভালো?
চোখ ভরা নিয়ে রাজ়্যের আলো?
ভাঁজ়পড়া কপালে, ভাবুক থাকলে
ঝুট ঝামেলা পকেট-মধ্যে যেন

তোমার ব্যাথাবিদ্ধ হৃদয় জন্মভুমি
ছন্দবদ্ধ তনু-শ্রী দাও তুমি
ইচ্ছে হলে ছন্দটাকে ছাড়ো
মন্দ-ভাল সবি আঁকতে পার
উম্মাদনায় নিজেকে তুমি খোঁজো
অন্যকেও নিজের মত বোঝো