ওরে তোর মা জননী

গীতিকারঃ
সুরকারঃ
গেয়েছেনঃ
অ্যালবামঃ

বাবা=
ওরে তোর মা জননী,
ও তোদের মা জননী,
আমার সধের খঞ্জনি,
সুরের গলায় লইটকা আছে,
অসুরের বন্ধন সে যে,
সুরের গলায় লইটকা আছে ,
ও সুরের বন্ধন।
মেয়ে=
না না না মা বড় ধন,
না না না মা বড় ধন,
অমূল্য মাকিন রতন।
দুঃখের পাষাণী ঘষা,
সুভাষী চন্দন সে যে,
দুঃখের পাষাণী ঘষা,
সুভাষী চন্দন।
বাবা=
মা যে তোদের গুনবতি,
হাড়ে হাড়ে যানি।
যাত্রা গানের চিকুন শানাই,
ভাঙ্গা হারমনি।
এই যনমের গলার কাটা,
সোহাগি ঘরোনি,
উচিৎ কথা কইতে গেলে,
চোখে নামে পানি।
চক্ষের ই পাই———-
চক্ষের ই পানিতে খাইলাম,
নাকানি চুবানি।
মেয়ে=
ঘরের শোভা মাকে আমার,
কতো অনাদরে।
হেলায় খেলায় জ্বালা দিলে,
সারা জবন ভরে।
বোবা আগুন বুকে নিয়া,
মা যে তোমার ঘরে,
চোখের জলের সাথী হয়ে ও,
তোমার সেবা করে।

আমরা বাচি————
আমরা বাচি সুখে দুঃখে,
মায়ের আচল ধরে,
মা ছাড়া এই শুন্য ঘর,
নিশির ও কান্ধন সে যে,
দুঃখের পাষাণী ঘষা,
সুভাষী চন্দন।